খাসখবর নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা কয়লা বিদ্যুৎ প্রজেক্ট এলাকায় পুলিশের সাথে শ্রমিকদের ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।
কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিকদের দাবি-দাওয়ার জেড় ধরে আজ শনিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার দিকে গোলাগুলির ঘটনাটি ঘটে। এতে চারজন নিহত হওয়ার খবর পাওয়া যায়। একই ঘটনায় বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন লোক আহত হয়েছে বলে স্থানীয়রা জানায়।
নিহতরা হলেন শুভ,রনি,রাহাত ও রেজা। এদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। নিহত চারজনের মরদেহ বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. শফিউর রহমান মজুমদার।
তিনি বলেন এ ঘটনায় আহত আরো অনেককেই মেডিকেলে আনা হয়েছে। অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয়রা জানান, আজ শনিবার সকাল থেকে গন্ডামারা কয়লা বিদ্যুৎ প্রজেক্টে কর্মরত শ্রমিকরা বকেয়া বেতন পরিশোধ,বেতন বৃদ্ধি, শুক্রবার এক বেলা কাজ করা এবং ইফতারের জন্য সময় বরাদ্দের দাবি নিয়ে বিক্ষোভ শুরু করে।
এনিয়ে কতৃর্পক্ষ ও পুলিশ প্রশাসনের সাথে বৈঠকে বসেন শ্রমিক নেতারা। বৈঠকে বাকবিতন্ডার পর ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশের বেশ কয়েকটি টিম ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রন করার চেষ্টা করে।
শ্রমিকরা প্রশাসনের উপরও চড়াও হলে পুলিশও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ে গোলাগুলি শুরু হয়। শ্রমিক ও পুলিশের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধসহ অন্তত ২৫ আহত হয়েছেন।
চারজন নিহত হওয়ার খবর পেয়েছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাঁশখালী থানার ওসি (তদন্ত) আজিজুল ইসলাম। তিনি বলেন হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
বর্তমানে বিদ্যুৎ প্রকল্প এলাকার ভেতরে আগুন ধরিয়ে দেন শ্রমিকরা। তাছাড়া এলাকাটি ঘিরে রেখেছে প্রায় ৩০/৩৫ হাজার মানুষ। ভেতরে পুলিশসহ অন্তত ৪ থেকে ৫শ লোক অবরুদ্ধ রয়েছেন বলে স্থানীয় সৃত্রে জানা গেছে।
খখ/প্রিন্স