ওবায়দুল কাদেরের বাড়িতে ককটেল হামলা, ২ জন আটক

খাসখবর বিভাগীয় ডেস্ক : নোয়াখালীতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বাড়িতে ককটেল হামলা হয়েছে।

thai foods

শুক্রবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ১০ টার দিকে কোম্পানীগঞ্জের বড় রাজারপুরে তার বাড়িতে ককটেল হামলার ঘটনাটি ঘটে।

এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করে। দুজনের অবস্থান শনাক্ত করে রাত ১টায় নিজেদের বাড়িতে অভিযান চালিয়ে এ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-উপজেলার মোহাম্মদ নগর গ্রামের সিরাজুদ্দৌলার ছেলে হাসান ইমাম রাসেল (৪২) ও পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সিরাজ চৌধুরীর ছেলে দিদার চৌধুরী (৩০)। এ দুজনের মধ্যে হাসান ইমাম রাসেল নিজেকে আনন্দ টিভির প্রতিনিধি বলে পরিচয় দিতেন।

এ বিষয়ে বাড়িতে থাকা ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেন গণমাধ্যেমকে বলেন, রাত সাড়ে ১০টার দিকে বিভিন্ন পর্যায়ে ৭টা মোটর সাইকেলে করে দুর্বৃত্তরা এসে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি গণমাধ্যমকে জানান, এঘটনায় দুজনকে আটক করা হয়েছে।

তিনি জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনসহ প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী শুক্রবার রাতে বাড়িতে ককটেল বিস্ফোরণের সময় হাসান ইমাম রাসেলকে ঘটনাস্থলে দেখা গেছে।

প্রথমে রাসেলকে এবং পরে তার দেওয়া তথ্যে দিদারকেও আটক করা হয়। ওসি বলেন, হাসান ইমাম রাসেল ও দিদার চৌধুরী বৃহস্পতিবার (১৫ এপ্রিল) বসুরহাট পৌরসভায় আক্রমণের ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। এর আগেও তাদের বিরুদ্ধে বিস্ফোরকসহ দাঙ্গা-হাঙ্গামার ঘটনায় একাধিক মামলা রয়েছে।

এর আগে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার গ্রামের বাড়ির সামনে বসুরহাট-দুধমুখা সড়ক থেকে তিনটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ওসি।

খখ/প্রিন্স

আগেকেন রণবীরের প্রেম টেকে না’- ব্যাখ্যা দিলেন আলিয়া
পরেকরোনায় আক্রান্ত বিএনপি নেতা আমান উল্লাহ আমান