খাসখবর জাতীয় ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি আমান উল্লাহ আমান।
জানা গেছে, শুক্রবার (১৬ এপ্রিল) করোনার নমুনা পরীক্ষার পর শনিবার (১৭ এপ্রিল) তার রিপোর্ট পজিটিভ আসে। একইদিন দুপুর ১টার দিকে তিনি রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি হন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমান উল্লাহ আমানের চিকিৎসার নিয়মিত খোঁজ নিচ্ছেন।
খখ/মো মি