খাসখবর মহামারী চট্টগ্রাম : সর্বাত্মক লকডাউনে চট্টগ্রামে কমে গেছে করোনার নমুনা পরীক্ষা। ফলে আক্রান্তের সংখ্যাও গত এক সপ্তাহের তুলনায় অনেক কম হয়েছে। তবে আগের নিয়মেই মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে সংখ্যা।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মহানগরীতে ৫ জন এবং উপজেলা পর্যায়ের আরো ২ জনসহ মোট সাতটি প্রাণ কেড়ে নিয়েছে প্রাণঘাতী করোনা। এনিয়ে জেলায় করোনার বিষে আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৪৫৯ জনে।
তাছাড়া গত ২৪ ঘন্টায় ২৫২ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া হেছে। আগের দিন যেখানে ৩০২ জন শনাক্ত হয়েছে সেখানে আজ অর্ধশত কমেছে শনাক্ত। তবে নমুনা পরীক্ষাও কম হয়েছে গতকালের তুলনায়।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে রবিবার (১৮ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের ছয়টি ল্যাবে করোনার ৯৫৮ টি নমুনা পরীক্ষায় নতুন করে ২৫২ জন করোনা আক্রান্ত হয়।
আক্রান্তদের মধ্যে নগরের ২৩৫ আর উপজেলার ১৭ জন রয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত ৪৬ হাজার ৯৩৪ জন।
এসময়ের মধ্যে করোনা আক্রান্ত আরো ৭ জন মারা গেছে। এদিন চট্টগ্রামের তিন ল্যাবে করোনার নমুনা পরীক্ষা হয়নি।
খখ/প্রিন্স