খাসখবর চট্টগ্রাম ডেস্ক।। প্রাণঘাতি করোনা ভাইরাসের বিষে আক্রান্ত হয়ে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের এক হাজতি মারা গেছেন। তবে তিনি হাজতে নয় করোনা আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
এতথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম। কারাগারে এর কোন প্রভাব পড়বেনা জানিয়ে কারাগারের সার্বিক পরিবেশ ভালো আছেন বলেন জেলার। তাছাড়া কারাগারে এখন পর্যন্ত আর কোন হাজতি করোনা আক্রান্ত হওয়ার খবর পাইনি বলেও তিনি জানিয়েছেন।
আজ রবিবার (১৮ এপ্রিল) সকাল ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ওই হাজতির মৃত্যু হয়।
জেলার তারিকুল ইসলাম বলেন, হাজতি যক্ষ্মাসহ অন্যান্য রোগ হওয়ায় তাকে গত ১০ এপ্রিল চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। সেখানে গতকাল তার করোনা শনাক্ত হয়, আজ তিনি মারা যায়। তিনি কারাগারে থাকাকালীন করোনা আক্রান্ত ছিলেন না বলে তিনি জানান।
খখ/প্রিন্স