খাসখবর চট্টগ্রাম : বৃহত্তর চট্টগ্রামের বেশ কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪.৯ মাত্রায় এই ভূমিকম্প অনুভূত হয়। আজ রবিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটের দিকে এ ভূমিকম্প অনুভূত হয়। তবে কোথাও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে এটির উৎপত্তিস্থল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বলা হয়, এ ভুমিকম্পের উৎপত্তিস্থল মিয়ানমারের হাখা থেকে ৬১ কিলোমিটার পূর্ব-দক্ষিণপূর্বে। উপকেন্দ্র (ভূপৃষ্ঠ) থেকে ২৭ দশমিক ৩ কিলোমিটার গভীরে ছিল এ ভূমিকম্পের কেন্দ্রস্থল।
বৃহত্তর চট্টগ্রামের বেশ কিছু এলাকায় যে সময়টাতে কম্পন অনুভত হয়েছে ঠিক একই সময়ে প্রতিবেশী দেশ মিয়ানমারে ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প ইউনিটের ওয়ারলেস সুপারভাইজার জহিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, মূল কেন্দ্র ঢাকা আগারগাঁও থেকে ৪১২ কিলোমিটার দূরত্বে এ ভূমিকম্প অনুভূত হয়।
খখ/প্রিন্স