খাসখবর খেলাধুলা ডেস্ক : আইপিএলের দল সানরাইজার্স হায়দ্রাবাদের মেন্টর মুরালিধরন। দলের সঙ্গেই ছিলেন ভারতের চেন্নাইতে।
সব ঠিকঠাক কিন্তু হঠাৎ করেই তিনি আক্রান্ত হন হৃদরোগে। দ্রুত চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে চিকিৎসকরা জানিয়েছেন শঙ্কামুক্ত আছেন তিনি।
হাসপাতালে চিকিৎসকরা এনজিওপ্লাস্টি করেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি অফ স্পিনার মুত্তিয়া মুরালিধরনের। বলেছেন আপাতত তিনি বিপদমুক্ত আছেন। খবু শিগগিরই তিনি বাড়ি ফিরতে পারবেন।
হায়দ্রাবাদের প্রধান নির্বাহী শানমুগানাথান গণমাধ্যমে জানিয়েছেন, আইপিএলে আসার আগেই মুরালি শ্রীলঙ্কায় চিকিৎসকদের কাছে গিয়েছিলেন। তখন চিকিৎসকরা তাকে আশ্বস্ত করে বলেছিলেন, আপাাতত স্টেন্ট বসানোর প্রয়োজন নেই।
গত শনিবার টেস্টে রেকর্ড ৮০০ উইকেট শিকারি এই স্পিনারের জন্মদিন থাকায় এদিন মুম্বাই ইন্ডিন্সের বিপক্ষে ম্যাচে ডাগআউটে ছিলেন মুরালি।
খখ/প্রিন্স


