খাসখবর চট্টগ্রাম : চট্টগ্রামের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের সামনে থেকে সিএমপির তালিকাভুক্ত ২ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পাঁচলাইশ থানা পুলিশ।
পুলিশ জানায়, নগরীর ষোলশহর এলাকা থেকে ২ শ্রমিককে অপহরণের পর চাঁদাবাজির অভিযোগে দায়েরকৃত একটি মামলায় গতকাল রবিবার (১৮ এপ্রিল) রাতে এ দুজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ষোলশহরের আলফালাহ গলির আবু তাহেরের ছেলে সোলাইমান বাদশা প্রকাশ টোকাই সোলাইমান ও নগরীর চান্দগাঁও থানা খাঁজারোড সংলগ্ন এলাকার মো. সিরাজের ছেলে মো. ওমর ফারুক।
গ্রেফতার দুজনই সিএমপির তালিকাভুক্ত ছিনতাইকারী বলে জানিয়ে পাঁচলাইশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া বলেন, গ্রেফতার দুজনের মধ্যে চাঁদাবাজি, ছিনতাইসহ ৪টি মামলা আছে সোলাইমানের বিরুদ্ধে।
সর্বশেষ চট্টগ্রাম জলাবদ্ধতা নিরসন প্রকল্পে কর্মরত ২ জন শ্রমিককে অপহরণ করে তারা। পরে একটি বাড়িতে অপহৃত শ্রমিকদের আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। না দিলে তাদেরকে মেরে ফেলার হুমকি দেন।
এ বিষয়ে পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় রবিবার রাতে দুজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় ওসি।
খখ/প্রিন্স