ওমানে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাঙ্গুনিয়ার তিন প্রবাসীর

ওমানে সড়ক দুর্ঘটনা রাঙ্গুনিয় প্রবাসি মৃত্যু,শোকের ছায়া

খাসখবর প্রবাস ডেস্ক : ওমানে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন তিন বাংলাদেশি। তারা তিনজনই চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

thai foods

গতকাল (১৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ১০টার দিকে দেশটির তামরিদে দুর্ঘটনাটি ঘটে। জানা যায়, সালালাহ থেকে মাস্কাটগামী সড়কের আল তামরিত এলাকায় দ্রুতগামী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

মরদেহ গুলো পুলিশ উদ্ধার করে সালালাহতে একটি হাসপাতালের মর্গে রেখেছে। নিহতরা সবাই ওমানের মাস্কাটে মডার্ণ রোজ ট্রেডিং এন্টারপ্রাইজ এলএলসি নামক একটি প্রতিষ্ঠানে পর্দার সেকশনে কাজ করতেন।

প্রতিষ্ঠানটির মালিক মোহাম্মদ রেজাউল করিম দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তারা কিছুদিন আগে সালালাহ সিটিতে পর্দার কাজ করতে গিয়েছিল। কাজ শেষ করে মাস্কাটে ফেরার পথে তামরিদে দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাঙ্গুনিয়া পোমরা ইউনিয়নের মাইজপাড়া গ্রামের সরফভাটা ইউনিয়নের আসকার আলী রোড এলাকার বাসিন্দা জাহেদ (৪২) ও বেতাগী ইউনিয়নের বালুরচর গ্রামের সালাউদ্দিন (৪০) ও আবছারের (৪৫)। এদের মধ্যে জাহেদ প্রতিষ্ঠানটির মালিকের ভাগ্নে বলে জানা গেছে।

বাংলাদেশ দূতাবাস মরদেহ দেশে পাঠানোর জন্য সকল প্রকার সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস মাস্কটের কর্মকর্তা মাসুদ করিম।

তিনি বলেন নিহতদের মরদেহ পুলিশ উদ্ধার করে বর্তমানে সালালাহ একটি হাসপাতালের মর্গে রেখেছে। সোমবার তাদের মাস্কাটে নিয়ে আসার কথা রয়েছে।

এদিকে এ ঘটনায় ওমানে বাংলাদেশ কমিউনিটির মাঝে শোকের ছায়া নেমে এসেছে। নিহদের মৃত্যুর খবরে তাদের প্রত্যেকের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়াতে চলছে শোকের মাতম।

খখ/প্রিন্স

আগেচট্টগ্রামে আক্রান্ত ছাড়াল ৪৭ হাজার,করোনায় একদিনে ৫ মৃত্যু
পরেভারতে রেকর্ড : একদিনে শনাক্ত পৌনে ৩ লাখ,মৃত্যু ১৬১৯ জন