কর্ণফুলীতে জিপের ধাক্কায় প্রাণ গেল চিকিৎসা নিতে আসা এক নারীর

খাসখবর চট্টগ্রাম ডেস্ক:চট্টগ্রামের কর্ণফুলীতে স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিতে যাওয়ার সময় জিপের ধাক্কায় জয়নাব বেগম (৫৫) নামে এক নারী মারা গেছেন।

thai foods

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে কর্ণফুলীর পিএবি সড়কের বড়উঠান রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহত জয়নব কর্ণফুলী উপজেলা বড়উঠান এলাকার বালির বাপের বাড়ির আইয়ুব আলীর স্ত্রী। ওই নারী সকালে বড়উঠান দীঘির পাড়ে স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু রাস্তা পার হওয়ার সময় জিপ গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহির হোসেন গণমাধ্যমকে জানান, জিপটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খখ/মো মি

আগেহারিয়ে যাওয়া শিশু ওমর ফারুককে বাবার হাতে তুলে দিল কোতোয়ালী থানা পুলিশ
পরে“মিয়ানমারের প্রতি আর উদারতা দেখানোর সুযোগ নেই”-ওবায়দুল কাদের