বোয়াখালীতে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত এক

খাসখবর বোয়ালখালী ডেস্ক : চট্টগ্রামের বোয়ালখালীতে জায়গা জমির বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৫৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

thai foods

আজ সোমবার (১৯ এপ্রিল) বোয়ালখালী পৌরসভার ৯নং ওয়ার্ডের তাজুর মুল্লুকের বাড়ীতে হামলার ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম ইছমত আলী। তিনি একই এলাকার মৃত আবুল খায়েরের ছেলে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, ইছমত আলী নামে বোয়ালখালী পৌরসভার এক বাসিন্দা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে একই দিন বাড়িতে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছিলেন বলে অভিযোগ পেয়েছি।

ওসি বলেন, ইছমত আলী ও তার ভাইপোদের সাথে জায়গা জমির বিরোধ রয়েছে। আজ (সোমবার) দুপুরে বিরোধীয় জায়গা পরিমাপ করার সময় প্রতিপক্ষের হামলায় ইছমত আলী গুরুতর আহত হন।

এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চমেক হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলেই তিনি মারা যান।

তার মরদেহ নগরীর পাঁচলাইশ থানার অধীনে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) মো. তারেকুল ইসলাম ও বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

খখ/পুজন/প্রিন্স

আগেদেশে একদিনে সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু, শনাক্ত ৪২৭১ জন
পরেহেফাজতের ২৩ মামলার তদন্ত করবে সিআইডি