হেফাজতের ২৩ মামলার তদন্ত করবে সিআইডি

হেফাজত,সহিংসতা,অনুদানের টাকায়,পুলিশ

খাসখবর জাতীয় ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের বিরুদ্ধে করা ২৩ মামলার তদন্ত করবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

thai foods

সোমবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মাহবুবুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, সাম্প্রতিক সময়ের ১৮টি মামলাসহ ২০১৬ সালের পাঁচটি মামলার তদন্ত করবে সিআইডি।

সিআইডির এই কর্মকর্তা বলেন, আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যেই আমরা তদন্ত শেষ করব এবং যারা এখনও আইনের আওতায় আসেনি তাদের আইনের আওতায় আনার চেষ্টা করব।

সিআইডি প্রধান আরও বলেন, হামলা, ভাঙচুর ও সহিংসতার ঘটনায় যাদের উপস্থিত ছিল ও জ্বালাও-পোড়াও করেছে তাদের ফুটেজ ফরেনসিক করা হবে। ফরেনসিক করে যাদের পাওয়া যাবে তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে।

ইতিমধ্যে যেসব হেফাজত নেতা পুলিশের কাছে গ্রেফতার হয়েছেন প্রয়োজনে তাদেরও সিআইডি জিজ্ঞাসাবাদ করবে বলেও জানান ব্যারিস্টার মাহবুবুর রহমান।

এ বিষয়ে মঙ্গলবার বেলা ১২টায় সিআইডি প্রধান ব্রিফিং করবেন বলেও জানা গেছে।

খখ/মো মি

আগেবোয়াখালীতে জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় নিহত এক
পরেকরোনায় ব্যাংক কর্মকর্তা মারা গেলে পরিবার পাবে ৫০ লাখ টাকা