খাসখবর গ্রামগঞ্জ ডেস্ক : চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুর ২টার দিকে লোহাগাড়ার আধুনগরে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার রেললাইন প্রকল্পের নির্মাণাধীন একটি সেতু নির্মাণ কাজ করার সময় শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় শ্রমিক মো.আজহার উদ্দিন (৪২)। তিনি আধুনগর সর্দারনি পাড়ার সদা শেখের ছেলে।
একই কাজে নিয়োজিত অন্য শ্রমিকরা আহতাবস্থায় আজাহারকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া শ্রমিকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করে বলেন, লোহাগাড়া থেকে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর অবস্থায় একজন শ্রমিককে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খখ/প্রিন্স