২১ এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু

খাসখবর জাতীয় ডেস্ক : লকডাউনে অভ্যন্তরীণ রুটে বন্ধ থাকা ফ্লাইট বুধবার (২১ এপ্রিল) থেকে সীমিত পরিসরে ফের চালু হচ্ছে বলে জানিয়েছে সরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

thai foods

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বেবিচক।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, সীমিত পরিসরে বুধবার (২১ এপ্রিল) থেকে ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী ও কক্সবাজার ছাড়া সব রুটে বুধবার সকাল থেকে ফ্লাইট চালু হবে।

এছাড়া দেশে আটকে পড়া প্রবাসী শ্রমিকদের কথা ভেবে সরকার ১৭ এপ্রিল থেকে সৌদি আরব, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরে বিশেষ ফ্লাইট চলবে।

এর আগে গত ৩ এপ্রিল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ এপ্রিল থেকে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় অভ্যন্তরীণ সব রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

খখ/মো মি

আগেচারদিন পর শতকের নিচে মৃত্যু, প্রাণ গেছে ৯১ জনের-শনাক্ত ৪৫৫৯
পরেকরোনাভাইরাসে আক্রান্ত হলেন রাহুল গান্ধী