চারদিন পর শতকের নিচে মৃত্যু, প্রাণ গেছে ৯১ জনের-শনাক্ত ৪৫৫৯

খাসখবর মহামারী ডেস্ক : দেশে গত চারদিন ধরে শতকের উপরে থাকা করোনায় মৃত্যুর সংখ্যা নেমে এসেছে শতকের নিচে। গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৯১ জন।

thai foods

একইদিন শনাক্তের সংখ্যায় যুক্ত হয়েছে আরো ৪ হাজার ৫৫৯ জন। এদিন সারাদেশে সুস্থ হয়েছে ৬ হাজার ৮১১ জন।

মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৭৯৬ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ৫৬ জনের। এর মধ্যে ৪ হাজার ৫৫৯ জনের শরীরে করোনা সংক্রমন ধরা পড়ে।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৫ শতাংশ। দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনে।

এদিকে এদিন প্রাণঘাতী এই ভাইরাসে নতুন ৯১ জনের মৃত্যুতে মোট মৃত্যু হয়েছে ১০ হাজার ৫৮৮ জনের। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯১ জনের মধ্যে পুরুষ ৫৮ জন ও নারী ৩৩ জন।

এদের মধ্যে ৮৮ জন হাসপাতালে মারা গেছেন। বাড়িতে ২ জন মারা যান। আর মৃত অবস্থায় একজনকে হাসপাতালে আনা হয়।

ঢাকা বিভাগেরই রয়েছেন ৬০ জন। এছাড়া চট্টগ্রামে ১৭, রাজশাহীতে ৩, খুলনায় ৫, বরিশালে ৪, সিলেটে ০, রংপুরে ২ ও ময়মনসিংহে ০ জন রয়েছেন।

গত একদিনে মৃত্যুদের বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব ৫৪ জন, ৫১ থেকে ৬০ এর মধ্যে ১৮ জন, ৪১ থেকে ৫০ এর মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ এর মধ্যে ৭ জন, ১১ থেকে ২০ এর মধ্যে ১ জন মারা গেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৬ হাজার ৮১১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ১১১ জন।

এর আগে গত সোমবার (১৯ এপ্রিল) কোভিড-১৯ এ একদিনে সর্বোচ্চ ১১২ জন মারা যান। তাছাড়া টানা চার দিন দেশে করোনাভাইরাসে শতাধিক মৃত্যু হয়। এরমধ্যে গত রবিবার ১০২ জন,শনিবার ১০১ জন এবং তার আগের দিনও ১০১ জন মারা যান।

খখ/প্রিন্স

আগেপলোগ্রাউন্ডে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে খবরে ডিবির অভিযান,গ্রেফতার ৬
পরে২১ এপ্রিল থেকে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু