খাসখবর লাইফস্টাইল ডেস্ক : চুমু খান বার বার। যত ইচ্ছা তত খুশি চুমু খান। তাহলেই বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা। এমনই তথ্য উঠে এসেছে নেদারল্যান্ডস অর্গানাইজেশন ফর অ্যাপ্লায়েড সাইন্টিফিক রিসার্চের এক দল বিজ্ঞানীর গবেষণায়।
কিন্তু করোনাকালে চুম্বন একেবারে নিষিদ্ধ ছিল। কারণ চুম্বন হলেই ছড়িয়ে পড়বে করোনা। কিন্তু, যদি এই করোনাকালকে ব্যাকস্টেজে রাখা হয়, তাহলে চুমুই আপনার বাঁচার শক্তি বাড়াবে দাবি গবেষকদের।
চুমু খেলে, আদানপ্রদান হয় ব্যাকটেরিয়া। যা আপনার শরীরের জন্য খুবই উপকারি।
ভালোবাসা দেখাতে চুমু খাওয়া কেন এত গুরুত্বপূর্ণ তা জানতেই এই গবেষণা শুরু হয়। যে গবেষণায় দেখা গেছে, চুমু খেলে জিভ একে ওপরের সংস্পর্শে আসে। তখন একজনের লালা অন্যের শরীরের লালার সঙ্গে মিশে যায়।
তখনই একজনের শরীর থেকে ব্যাকটেরিয়া পৌঁছে যায় অন্যজনের শরীরে। এই সময় কোটি কোটি ব্যাকটেরিয়া আদানপ্রদান হয়।
জানা গেছে, ১০ সেকেন্ডে ৮ কোটি ব্যাকটেরিয়া আসা যাওয়া করে। আর এতেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা।
খখ/মো মি