আগামী বাজেট হবে দরিদ্র মানুষের’-অর্থমন্ত্রী মুস্তফা কামাল

বাজেট, দরিদ্র, মানুষের,অর্থমন্ত্রী, মুস্তফা কামাল

খাসখবর অর্থ বাণিজ্য ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আগামী (২০২১-২২) অর্থবছরের বাজেটে সাধারণ মানুষের জীবন জীবিকার উপর গুরুত্ব দেওয়া হবে। একইসঙ্গে আগামী বাজেট দেশের দরিদ্র মানুষের জন্য নিবেদিত থাকবে।

thai foods

বুধবার (২১ এপ্রিল) দুপুরে অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রীসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে গরিব থেকে বের করে নিয়ে আসা। গরিবদের আমরা মূলস্রোতধারায় নিয়ে আসব। সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি আরও বলেন, আগামী বাজেট নিবেদিত থাকবে এ দেশের দরিদ্র মানুষের জন্য। এরাই অগ্রাধিকার পাবে। সুতরাং আমরা মানুষের জীবন জীবিকার জন্যই বাজেটে জায়গা করে দেবো।

খখ/মো মি

আগেচট্টগ্রামে পৃথক দুই থানায় ৫ ছিনতাইকারী আটক
পরেফিতরা নির্ধারণ : সর্বনিম্ন ৭০-সর্বোচ্চ ২৩১০ টাকা