খাসখবর মহানগর ডেস্ক : চট্টগ্রাম মহানগরীর দুটি থানা পুলিশের পৃথক অভিযানে আটক হয়েছে ৫ ছিনতাইকারী। এরমধ্যে নগরীর বায়েজিদ থানা পুলিশের হাতে ৩ জন এবং চান্দগাঁও থানায় দুজনকে আটক করা হয়।
বায়েজিদ থানা : এক ঠিকাদারকে মারধর করে ছিনিয়ে নেয়া পাথরের চালান ও ২০ হাজার টাকা উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় তিন ছিনতাইকারীকে আটক করা হয়।
আজ বুধবার (২২ এপ্রিল) ভোররাতে বায়েজিদের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশ। আটককৃতরা হলেন মো. সাইফুল ইসলাম (২০), মাহিন উদ্দিন সুজন (২৮) ও মো. সাইফুর রহমান (২৬)।
তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামি থানার সাব-ইন্সপেক্টর (এসআই) কাজী মোহাম্মদ তানভীরুল আজম। তিনি বলেন, কামাল নামে এক ব্যবসায়ির অভিযোগের প্রেক্ষিতে থানার এসআই কাজী মোহাম্মদ তানভীরুলের নের্তৃত্বে অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
ওই ব্যবসায়ির কাছ থেকে জোরপুর্বক ছিনিয়ে নেয়া চালান কপি ও নগদ ২০ হাজার টাকাও উদ্ধার করা হয় আটক ছিনতাইকারীদের কাছ থেকে। পরে তিনজনতে গ্রেফতার দেখিয়ে বুধবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় এ পুলিশ কর্মকর্তা।
চান্দগাঁও থানা : আজ বুধবার (২১ এপ্রিল) সকাল সোয়া ৬টার দিকে ছিনতাইকাজে ব্যবহৃত ছোরাসহ দুজন ছিনতাইকারীকে আটক করে চান্দগাঁও থানা পুলিশ। নগরীর ওমর আলী মাতব্বর রোড সেন্টমার্টিনস এলিমেন্টারি স্কুল গলির মুখ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মো. আশিক (১৯) ও মো. মামুন (২০)। এ সময় তাদের কাছ থেকে দুইটি ধারাল টিপ ছোরা উদ্ধার করা হয়।
তথ্যটি নিশ্চিত করে সিএমপির উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) আবু বকর সিদ্দিক বলেন, পুলিশের উপসিথিতি টের পেয়ে এসময় আরো দুজন ছিনতাইকারী কৌশলে পালিয়ে গেছে।
আটক দুজনসহ মোট চারজনের নামে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে পালিয়ে যাওয়া ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেন।
খখ/প্রিন্স