খাসখবর মহামারী ডেস্ক : চট্টগ্রামে মহামারী করোনার তীব্রতা কিছুটা কমে এসেছে। অনেকেই মনে করছে এটা লকডাউনের সুফল,আবার কেউ কেউ বলছেন নমুনা কম তাই শনাক্তও কম।
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা কমে এসেছে। যেখানে গেল কদিন ধরে ৫ জনের উপরে মৃত্যু সংখ্যা ছিল সেখানে বিগত ২৪ ঘন্টায় তিনজনে এসে দাড়িয়েছে। নতুন করে যে তিনজন কোভিট রোগী মারা গেছে তারা সকলেই নগরীর বাসিন্দা।
জেলায় এ নিয়ে মোট মৃত্যু সংখ্যা পৌছালো ৪৮০ জনে। এর মধ্যে নগরে মোট ৩৫৮ ও উপজেলায় ১২২ জনের মৃত্যু হয়েছে করোনায়।
এদিকে বিগত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২৭৮ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় আক্রান্ত মোট সংখ্যা ৪৮ হাজার ছাড়াল।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয় চট্টগ্রামে ৮ ল্যাবে ১ হাজার ৭৬৫টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২৭৮ জনের শরীরে করোনা ধরা পড়ে গত ২৪ ঘন্টায়। তাদের মধ্যে নগরের ২২৩ এবং উপজেলার বাসিন্দা ৫৫ জন। এনিয়ে চট্টগ্রামে এখন মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৪৮ হাজার ১৩৯ জনে।
সিভিল সার্জনের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৩২ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬২ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ল্যাবে ১২ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৫১ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া যায়।
তাছাড়া বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৪১ জন, শেভরন ক্লিনিকের ল্যাবে ৪২ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৭ এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) এ ২১ জনের শরীরে করোনার ভাইরাস শনাক্ত হয়েছে।
এদিন কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের কোনো নমুনা পরীক্ষা করা হয়নি।
খখ/প্রিন্স