ভয় থেকেই হচ্ছে স্বাসকষ্ট-জুহি চাওলা

স্বাসকষ্ট,বলিউডের, জনপ্রিয়, নায়িকা, জুহি চাওলা

খাসখবর বিনোদন ডেস্ক : ‘ভয় থেকেই অনেকের শ্বাসকষ্ট হচ্ছে’, যোগব্যায়াম এবং আয়ুর্বেদে ভরসা রাখার পরামর্শ দিলেন বলিউডের জনপ্রিয় নায়িকা জুহি চাওলা।

thai foods

গত ৭ দিনে ২ থেকে ৩ লাখে পৌঁছেছে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সংক্রমণীত রোগীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখে।

এমন অবস্থায় করোনা রুখতে যা যা পদক্ষেপ নেয়া হচ্ছে, তা পুরোপুরি ঠিক বলে মনে করছেন না অভিনেত্রী জুহি চাওলা। শ্যুটিং বন্ধ করা নিয়ে আপত্তি জানাননি অভিনেত্রী।

কারণ তাতে যে জমায়েত হয়, সে কথা ভালই বোঝেন জুহি। কলাকুশলীদের ১২ ঘণ্টা ধরে মাস্ক পরা নিয়ে আপত্তি অভিনেত্রীর।

জুহি জানিয়েছেন, ১ ঘণ্টার বেশি মাস্ক পরে থাকলে শ্বাসকষ্ট হয় তাঁর। তাই শ্যুটিংয়ের জায়গায় কলাকুশলীদের এত বেশি সময় ধরে মাস্ক পরে থাকলে শরীর খারাপ হতে পারে বলে মনে করেন তিনি।

গনমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁদের পক্ষ নিয়ে জুহি বলেছেন, “নিজেদের থেকে নিঃসৃত কার্বন ডাই-অক্সাইডের মধ্যেই শ্বাস প্রশ্বাস নিয়ে শরীরের ক্ষতি করাটা ঠিক নয়। এ রকম টানা ১ মাস চলতে থাকলে ওদের কী হবে?”

জুহি মনে করেন সর্বক্ষণ টেলিভিশনে করোনার খবর এবং আলোচনা মানুষকে আরও বেশি অস্থির করে তুলছে। তাঁর কথায়, “করোনা নিয়ে যত বেশি আলোচনা হবে, মানুষের ভয় তত বাড়বে। চিন্তা থেকেই শ্বাসকষ্ট হচ্ছে অনেকের।

জুহির অভিমত, তাতে নাকি পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছে। মানুষকে যোগব্যায়াম এবং আয়ুর্বেদের উপর ভরসা রাখতে বলছেন এই অভিনেত্রী।

খখ/মো মি

আগেঅত্যাধুনিক কিচেন মার্কেট হবে কাঁচাবাজারগুলো-মেয়র
পরেকরোনা ভাইরাস থেকে মুক্ত হলেন সিভিল সার্জন সেখ ফজলে রাব্বী