খাসখবর বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাই বচ্চন-অভিষেক বচ্চন একসঙ্গে কাটিয়ে দিয়েছেন ১৪ বছর। কিন্তু তাঁদের সম্পর্কের ঘটকালি কে করেছিলেন জানেন? আর কেউ না, তিনি হলেন ধর্মেন্দ্র পুত্র বলিউড অভিনেতা ববি দেওল।
ক’দিন আগে ছিল ঐশ্বরিয়া-অভিষেক এর ১৪ তম বিয়ে বাষির্কী। কিন্তু কীভাবে বিশ্ব সুন্দরীর প্রেমে পড়েছিলেন অভিষেক?
জানাচ্ছি-
সুইজারল্যান্ডে ‘আউর পেয়ার হো গেয়া'(Aur Pyar Ho Gaya) ছবির শুটিং করছিলেন ঐশ্বরিয়া। ছবির নায়ক ছিলেন ববি। সেই সময় বাবা অমিতাভের সঙ্গে শুটিং ফ্লোরে এসেছিলেন অভিষেক বচ্চন। সেই সময় ববি দেওলই প্রথম ঐশ্বরিয়াকে অভিষেকের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
এদিকে, ঐশ্বরিয়কে সামনা সামনি না চিনলেও জুনিয়র বচ্চন ততদিনে বিশ্ব সুন্দরীর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। ছেলে বেলার বন্ধু ববি ভালোই বুঝেছিলেন বন্ধুর মনের অবস্থা। চারহাত এক করতে ঘটকালি করেছিলেন ববিই।
অভিষেক বচ্চন নিজের সাক্ষাৎকারে বলেছিলেন, ‘যখন আমি ঐশ্বরিয়ার সঙ্গে প্রথমবার দেখা করি, সেই সময় আমি একজন স্পটবয় হিসেবে কাজ করতাম।
আমি বাবার (অমিতাভ বচ্চন) একটি ছবির লোকেশন খুঁজতে সুইজারল্যান্ডে গিয়েছিলাম। সেই সময় ববি দেওল আমাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। সেখানেই প্রথমবার আমার সঙ্গে ঐশ্বরিয়ার দেখা।’ আর প্রথম দেখাতেই প্রেমে কুপকাৎ হয়ে গিয়েছিলেন অভিষেক।
চলতি বছর আড়ম্বরহীন বিয়ে বার্ষিকী উদযাপন করেছেন বচ্চন দম্পতি। ছবির শুটিংয়ের জন্য পরিবারের থেকে দূরে রয়েছেন অভিষেক। ফলে ভিডিও কলেই ‘সেলিব্রেশন’ সেরেছেন তাঁরা।
এই ছবি পোস্ট করেছেন নায়িকা নিজেই। লাল লিপস্টিকে খোলা চুলে মোহময়ী ঐশ্বরিয়া। কোলে আরাধ্যাকে বসিয়ে ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলছিলেন তিনি। ছবিতে বোঝা যায়, ১৪ বছর কেটে গেলেও এখনও একে অপরের প্রেমে মজে আছেন তাঁরা।
খখ/মো মি