খাসখবর মহামারী ডেস্ক : চট্টগ্রামে বিগত ২৪ ঘন্টার করোনা প্রতিবেদনে আগের দিনের তুলনায় কমেছে মৃত্যুর সংখ্যা। তবে এ সময়ের মধ্যে বেড়েছে শনাক্ত। আগের দিনের চাইতে একজন কমে গত ২৪ ঘন্টায় মারা গেছে দুজন।
মারা যাওয়াদের মধ্যে একজন নগরীর এবং অন্যজন উপজেলার বাসিন্দা। এ পর্যন্ত সর্বমোট চট্টগ্রামে করোনায় মৃত্যুর সংখ্যা ৪৮২ জন। এর মধ্যে নগরে ৩৫৯ জন এবং উপজেলায় ১২৩ জন।
তাছাড়া গত বুধবারের চাইতে ২০ জন বেড়ে বৃহস্পতিবার একদিনে শনাক্ত হয় ২৯৮ জন। সিভিল সার্জন কার্যালয় থেকে শুক্রবার (২৩ এপ্রিল) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয় গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ২ হাজার ২৪২টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২৯৮ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। এদের মধ্যে মধ্যে নগরের ২৪৪ জন এবং ৫৪ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এ নিয়ে মোট আক্রান্ত ৪৮ হাজার ৪৩৭ জনে দাড়াল।
এইদিন চট্টগ্রামে ৯টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়। তবে কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের একটি নমুনা পরীক্ষা করে ফলাফল নেগেটিভ পাওয়া যায়। আরো পড়ুন : চট্টগ্রামে নতুন ২৭৮ জনসহ আক্রান্ত ছাড়াল ৪৮ হাজার
বাকি আট ল্যাবে ২৯৮ জন শনাক্তের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৭১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) ৪১ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ২১ জন ও চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪৪ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
তাছাড়া বেসরকারি হাসপাতালের মধ্যে ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২০ জন, শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে ৫৭ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৮ জন এবং জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৬ জন নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে।
খখ/প্রিন্স