অন্তর্বর্তী সরকার নিয়ে আসছে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা!

খাসখবর বিনোদন ডেস্ক: বাংলাদেশের স্বনামধন্য নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই সংহতি প্রকাশ করেন। আন্দোলনরত ছাত্রদের উজ্জীবিত করতে সোশ্যাল মিডিয়ায় সরব ছিলেন তিনি।

thai foods

সোমবার (৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের পর বৃহস্পতিবার (৮ জুলাই) নোবেলবিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নতুন সরকারকে অভিনন্দন ও স্যালুট জানিয়ে নির্মাতা ফারুকী এক ফেসবুক পোস্টে নিজের নতুন সিনেমার খবর জানিয়েছেন, যেটি একটি পলিটিক্যাল স্যাটায়ার।

ফেসবুকে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‌‘আজকে নতুন সরকার দায়িত্ব নিবে। এক সময় ভাবছিলাম এই ফ্যাসিজমের থেকে বোধ হয় আমাদের জীবদ্দশায় আর মুক্তি নাই। বাংলার সর্বস্তরের তরুণেরা আমাদের সেই কাঙ্খিত মুক্তির খোঁজ দিয়েছে। এঁদের সবাইকে স্যালুট এবং প্রফেসর ইউনূসকে অভিনন্দন জানানোর মধ্য দিয়ে আমার অনলাইন অ্যাকটিভিজমের আপাতত বিরতি।’

তিনি লেখেন, ‘এখন সময় আমার নিজের কাজে ফিরে যাওয়ার।’

ফারুকী আরও লেখেন, ‘এর আগের অন্তর্বর্তী সরকারের সময় আমি বানাই 420। প্রকৃতির কি বিচিত্র খেয়াল আবার আসছে সে রকম একটা দুষ্টু কিছু, তাও আরেক অন্তর্বর্তী সরকারের আমলে, যেটার শ্যুট করছি ফ্যাসিবাদের কালে। খোদার কসম এটা মুক্তি পাওয়ার পরে তোমরা ভাইবো না আমি আগেই জানতাম এই সময়ে অন্তর্বর্তী সরকার আসবে। নাইলে এইটা কোন সাহসে বানাইলাম?’

নির্মাতা লেখেন, ‘সো, গাইজ গেট রেডি ফর আ ওয়াইল্ড রাইড সুন। ডিটেলস কামিং শর্টলি। আপাতত এইটুকু বলা যাক, এটা আমার প্রিয় জঁরা- পলিটিক্যাল স্যাটায়ার। আর কে না জানে, স্যাটায়ার হচ্ছে সেই চাবুক যেটা ক্ষমতাবানদের আতঙ্কিত করে।’

তবে নতুন সিনেমার নাম কি হবে বা কবে নাগাদ ছবিটি মুক্তি পাবে সে ব্যাপারে কিছু জানাননি এই নির্মাতা।

খখ/মো মি

আগেআন্দোলনকারীদের থানা পাহারা দিতে বললেন চট্টগ্রামের জেলা প্রশাসক
পরেনবীন-প্রবীণে গঠিত হলো অন্তর্বর্তীকালীন সরকার, উপদেষ্টাদের পরিচিতি