চট্টগ্রামে মৃত্যু বাড়ল : ২৪ ঘন্টায় ২৭৯ শনাক্ত, মারা গেছে ৪ জন

করোনা,আক্রান্ত,মহামারী,ভয়ংকর,মৃত্যু,চট্টগ্রাম,দেশে,বাড়ছে,রেকর্ড,শনাক্ত

খাসখবর মহামারী ডেস্ক : চট্টগ্রামে মহামারী করোনায় একদিনের ব্যবধানে আবারো বাড়ল মৃত্যুর সংখ্যা। গত বৃহস্পতিবার পুরো দিনে চট্টগ্রামে দুজনের মৃত্যু হলেও গত ২৪ ঘন্টায় তা দ্বিগুন বেড়ে ৪ জনে দাড়ায়।

thai foods

নতুন যে চারজন মারা গেছে তার মধ্যে তিন জন নগরের এবং অপরজন উপজেলার। চট্টগ্রামে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৮৬ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে ২৭৯ জনের দেহে শনাক্ত হয়েছে মহামারী করোনা ভাইরাস। আক্রান্তের মধ্যে নগরের ২০৯ জন এবং ৭০ জন উপজেলার বাসিন্দা।এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৮ হাজার ৭১৬ জন।

আজ শনিবার (২৪ এপ্রিল) সিভিল সার্জন কার্যালয় প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এইদিন চট্টগ্রামে ৯টি ল্যাবে ১ হাজার ৮১০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে আক্রান্ত হয়েছেন ২৭৯ জন। এদিন করোনায় মারা গেছে ৪ জন।

শুক্রবার ২৪ ঘন্টার মধ্যে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ ল্যাবে ৩৯ জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে।

তাছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ৪৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৬৮ জন ও সিভাসু ল্যাবে ৩৬ জনের করোনা শনাক্ত হয়।

এদিকে বেসরকারি ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২৯ জন ও শেভরন ক্লিনিকের ল্যাবে ৩০ জন। চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১৫ জন এবং মেডিকেল সেন্টারে ৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

খখ/প্রিন্স

আগেস্থগিত করা হলো মাধ্যমিক শ্রেণির অ্যাসাইনমেন্ট কার্যক্রম
পরেচলতে পারে গনপরিবহণও!