খাসখবর মহামারী ডেস্ক : দেশে করোনায় একদিনের পরিসংখ্যানে আজও কমেছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৮৩ জন। যা গত দিনের চাইতেও ৫ জন কম। এর আগের দিনের রিপোর্টে মৃত্যু সংখ্যা ছিল ৮৮ জন।
তাছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬৯৭ জন। এতে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৪২ হাজার ৪০০ জনে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৯৫২ জনে।
করোনাভাইরাস নিয়ে শনিবার (২৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৫ হাজার ৪৭৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৬ লাখ ৫৩ হাজার ১৫১ জন।
খখ/প্রিন্স