খাসখবর বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: দেশের আলোচিত কক্সবাজার-৪ (টেকনাফ-উখিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি র্যাব হেফাজতে রয়েছেন।
মঙ্গলবার (২০ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.শরীফুল-উল- আলম।
এর আগে রাত আটটার দিকে চট্টগ্রামের জিইসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফের একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
বুধবার তাকে আদালতে তোলা হবে।
এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলেও জানিয়েছেন তিনি।
খখ/মো মি