খাসখবর খেলা ডেস্ক: ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে বাংলাদেশ।
সোমবার (২৬ আগস্ট) নেপালের কাঠমান্ডুতে টাইব্রেকারে ৪–৩ গোলে জয় পায় লাল-সবুজের প্রতিনিধিরা। নির্ধারিত সময়ে ম্যাচ ১–১ গোলে ড্র ছিল।
ম্যাচের শুরু থেকে দুই দল আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে। ভারত তুলনামূলক বেশি আক্রমণ করলেও ফিনিশিং দক্ষতার অভাবে গোল পায়নি। অন্য দিকে বাংলাদেশ একটি দুর্দান্ত সংঘবদ্ধ আক্রমণে লিড নেয়।
ম্যাচের ৩৫ মিনিটে আসাদুল মোল্লার গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয়ার্ধের ৭৪ মিনিটে সমতা ফেরান ভারতের রিকি মিতি হবাম। সাফের বয়সভিত্তিক প্রতিযোগিতার নক আউট ম্যাচে অতিরিক্ত সময়ের খেলা নেই। ম্যাচের পর তাই সরাসরিই শুরু হয় পেনাল্টি শুট আউট।
দ্বিতীয়ার্ধে বদলি গোলরক্ষক হিসেবে নামেন মো. আসিফ। টাইব্রেকারে আসিফই বাংলাদেশের জয়ের নায়ক।
ভারতের প্রথম শটই তিনি প্রতিহত করেন। তাই টাইব্রেকারে শুরু থেকে বাংলাদেশ লিডে ছিল। এরপর বাংলাদেশের পক্ষে বাকি চারটি শটেই গোল করেন পিয়াস নোভা, পারভেজ আহমেদ, শাকিল আহাদ তপু ও মঈনুল ইসলাম।
খখ/মো মি