খাসখবর চট্টগ্রাম ডেস্ক: সন্ত্রাসী হামলায় আহত চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইউসুফ তালুকদার হাসপাতালে চিকিৎসা শেষে সম্প্রতি ঘরে ফিরেছেন। তাকে দেখতে এবং চিকিৎসার খোঁজখবর নিতে রবিবার ইউসুফের রাউজানের বাড়িতে যান সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘সন্ত্রাসীদের আর রাউজানে স্থান হবে না। রাউজানকে শান্তিময় জনপদ হিসেবে গড়ে তোলা হবে।’ এজন্য তিনি রাউজানবাসীর সহযোগিতা কামনা করে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহমেদ, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি গফুর খান ও সহ সাধারণ সম্পাদক মাসুদ আলম, বিশিষ্ট ব্যবসায়ী শহিদুল্লাহ চৌধুরী রনি, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মুসা খান, রাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব একরাম মিয়া, ইন্জিনিয়ার রাসেল, সাংবাদিক নাছির উদ্দিন রকি, যুবদল নেতা ইকবাল চৌধুরী, জানে আলম, হাজি এম এ মান্নান, আব্দুল শুক্কুর, সেলিম উদ্দিন, ছাত্রদল নেতা ছোটন আজম, মোহাম্মদ মুরাদ, ইলিয়াস তালুকদার, কামাল, পারভেজ, আব্দুল্লাহ, রেজাউল করিম টিটু, মনির প্রমুখ।
খখ/মো মি