ত্রাণ সঙ্কট হবে না, কল দিলেই বাসায় যাবে খাবার : প্রতিমন্ত্রী

ত্রাণ, সঙ্কট,, কল,বাসায়, খাবার,দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী
ফাইল ছবি

খাসখবর জাতীয় : কোনো মধ্যবিত্ত পরিবার যদি খাদ্য সঙ্কটে থাকেন তবে তিনি ‘৩৩৩’ নম্বরে কল দিলে তার বাসায় খাবার পৌঁছে যাবে বললেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

thai foods

আজ রবিবার (২৫ এপ্রিল) তিনি সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, দেশে খাদ্য মজুদে ঘাটতি থাকলেও ত্রাণ সঙ্কট হবে না।

ভারত থেকে ৫ লাখ মেট্টিক টন চাল আমদানি হয়েছে। বোরো ধান কেনা হলে সরকারের ত্রাণ বিতরণ নিয়ে কোনো সমস্যা থাকবে না।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, কর্মহীন মানুষের মানবিক সহযোগিতায় এ পর্যন্ত ৫৭৪ কোটি ৯ লাখ ২৭ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এর ফলে উপকৃত হবে ১ কোটি ২৪ লাখ পরিবার। তাদের পাশাপাশি মধ্যবিত্তের জন্যও থাকছে খাদ্য সহযোগিতা।

প্রথম ঢেউয়ের সময় বরাদ্দকৃত অর্থ নিয়ে নয় ছয় হলেও এবার শুরু থেকেই সতর্ক আছে সরকার।

খখ/প্রিন্স

আগেআবারও কঠোর লকডাউনের হুঁশিয়ারি দিয়েছেন ওবায়দুল কাদের
পরেপেছানো হলো ডেন্টাল ভর্তি পরীক্ষা!