খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে জেলা গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মো. হাবিবুর রহমানকে।
আজ ০৬ সেপ্টেম্বর (শুক্রবার) হাটহাজারী থানার
নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মো. হাবিবুর রহমান দায়িত্বভার গ্রহণ করেন।
গত সোমবার (২ সেপ্টেম্বর) হাটহাজারী থানার ওসি মো. মনিরুজ্জামানকে অন্য ১২ থানার ওসিদের সাথে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান এক আদেশে ১২ থানার মধ্যে একমাত্র হাটহাজারী থানায় নতুন ওসি হিসাবে ইন্সপেক্টর মো. হাবিবুর রহমানকে পদায়ন করা হয়।
জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
গত সোমবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত অফিস আদেশে জেলা পুলিশের ১৭ থানার মধ্যে হাটহাজারী থানাসহ ১২ থানার অফিসার ইনচার্জকে (ওসি) একযোগে প্রত্যাহার করে নেওয়া হয়।
এর আগে গত রবিবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দেন রায়হান উদ্দিন খান। যোগদানের একদিনের মাথায় ১২ থানার ওসিকে প্রত্যাহারের আদেশ জারি করেন তিনি।
প্রত্যাহার হওয়া ওসিরা হলেন— ফটিকছড়ির ওসি মীর মো. নুরুল হুদা, হাটহাজারীর ওসি মো. মনিরুজ্জামান, রাউজান থানার ওসি জাহিদ হাসান, আনোয়ারার ওসি মোল্লা জাকির হোসেন, পটিয়ার ওসি জসীম উদ্দিন, চন্দনাইশের ওসি ওবায়দুল ইসলাম, সাতকানিয়ার ওসি মিজানুর রহমান, ভুজপুরের ওসি মো. কামরুজ্জামান, বোয়ালখালীর ওসি মো. আছহাব উদ্দিন, বাঁশখালীর ওসি তোফায়েল আহমেদ, মিরসরাইয়ের ওসি মোহাম্মদ সহিদুল ইসলাম, সন্দ্বীপের ওসি মো. কবির হোসেন।
১৭ থানার মধ্যে প্রত্যাহার করা হয় নাই জোরারগঞ্জ, সীতাকুণ্ড, লোহাগাড়া, রাঙ্গুনিয়া ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসিকে।
হাটহাজারী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি)
মো. হাবিবুর রহমানের বাড়ি মেহেরপুর জেলায়। তিনি এই প্রথম কোন থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পেলেন।
খখ/মো মি