কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভেসে আসা অজ্ঞাত নামা এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা পুলিশ।

thai foods

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে কর্ণফুলী নদীর ৭ নম্বর জুলধা পাইপের গাড়া সুলতান বাপের বাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া লাশটি আনুমানিক তিন থেকে চার দিন আগের। বয়স আনুমানিক ৩৫ থেকে ৫০ বছর। লাশটি অর্ধগলিত অবস্থায় পাওয়া গেছে।

এবিষয়ে সদরঘাট নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) একরাম উল্লাহ গণমাধ্যমকে জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন পেয়ে নৌ-পুলিশ টহল টিম ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পায়। সুরতহাল শেষে মরদেহটি উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

মরদেহটি পচে গলে যাওয়ায় তার চেহারা বিকৃত হয়ে গেছে। তাই এখনো পরিচয় শনাক্ত করতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘লাশটির পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। আমরা লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’

খখ/মো মি

আগেহাটহাজারী থানার নতুন ওসি মো. হাবিবুর রহমান
পরেচট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ফরিদা খানম