“রাজশাহীর ঘটনা মনটা দুমড়ে-মুচড়ে দিলো”-মোস্তফা সরয়ার ফারুকী

খাসখবর জাতীয় ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে গণপিটুনির শিকার হওয়া সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মাসুদের মৃত্যুর ঘটনায় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে সবাইকে ঐক্য ধরে রেখে মববাজি থামানোর আহ্বান জানিয়েছেন।

thai foods

পোস্ট করে ফারুকী লিখেছেন, ‘রাজশাহীর ঘটনাটা মনটা দুমড়ে মুচড়ে দিলো। ছোট বাচ্চাটার দিকে কি আমরা তাকাতে পারবো? যদি তার বাবা অপরাধ করেও থাকে কে মবকে লাইসেন্স দিলো বিচার করার? মবরাজ থামান। শৃঙ্খলা আনেন। না হলে কোনো সংস্কার কাজে আসবে না।’

পুলিশ বাহিনীকে দুর্বল করে দেওয়া হয়েছে উল্লেখ করে এ পরিচালক বলেন, ‘আমি জানি পুলিশ বাহিনীকে দুর্বল করে দেয়া হইছে। কিন্তু এর সমাধানের পথে তো হাঁটতে হবে। সবাই ঐক্য ধরে রেখে মববাজি থামাতে হবে। পুলিশকে আরো কনফিডেন্স দিয়ে এঙ্গেজ করতে হবে।’

ফারুকী বলেন, ‘বিপ্লবের কৃতিত্ব কার, কে ক্রিম খাবে, কাকে ঠেকায়া কাকে উঠাতে হবে এটা পরেও করা যাবে। এখন এইটা নিয়া বিজি থাকলে বিশৃংখলাই কেবল বাড়বে। ফ্যাসিস্ট শক্তি এটাই চায়। এখন ভাবেন তার চাওয়া পূরণ করবেন নাকি ইফেকটিভ সরকার কায়েম করবেন।’

পোস্টের শেষে তার ভাষ্য, ‘আপনারা যারা এসব করতেছেন, তাদের উদ্দেশ্যে বলি, এইসবের মধ্য দিয়ে আপনারা যে ভয়ানক অপরাধই করছেন তা না, একই সাথে দেখেন আপনারা সবাইকে কোন আলাপে ব্যস্ত করে দিতেছেন? অথচ আমাদের আলাপ হওয়ার কথা ছিল ফ্যাসিস্ট শক্তির অপকর্মের শ্বেতপত্র, রিফর্ম, এবং জনগণের অংশগ্রহণে একটা কার্যকর গণতন্ত্র।’

খখ/মো মি

আগেসিএমপি ও চট্টগ্রাম জেলার ৩০ ওসিকে একযোগে বদলি-পদায়ন
পরে“পুলিশ সংস্কারে শিগগিরই কমিটি গঠন করা হবে”-স্বরাষ্ট্র উপদেষ্টা