খাসখবর প্রতিবেদক, বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজার জেলার উখিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে জেলায় সদ্য যোগদানকৃত ইন্সপেক্টর মো.আরিফ হোসাইনকে।
গত ১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) উখিয়া
থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মো. মো.আরিফ হোসাইন দায়িত্বভার গ্রহণ করেন।
গত বুধবার (১৮ সেপ্টেম্বর) কক্সবাজার জেলার
পুলিশ সুপার মো. রহমত উল্লাহ স্বাক্ষরিত এক এক আদেশে ইন্সপেক্টর মো.আরিফ হোসাইনকে
উখিয়া থানার নতুন ওসি হিসাবে পদায়ন করেন।
ওইদিন একই আদেশে কক্সবাজার জেলার নয় থানার মধ্যে ৬টি থানায় একদিনে নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করা হয়েছে। থানা গুলো হলো, টেকনাফ, উখিয়া, রামু, ঈদগাঁও, পেকুয়া ও কুতুবদিয়া। ছয় থানা ছাড়াও ডিএসবিতেও নতুন ডি আই ওয়ান পদায়ন করা হয়েছে।
থানা গুলোতে নতুন দায়িত্ব পাওয়া ওসিরা হলেন- কুতুবদিয়া থানায় মো. আরমান হোসাইন, টেকনাফ থানায় মো. গিয়াস উদ্দিন, উখিয়া থানায় মো. আরিফ হোসাইন, রামু থানায় ইমন কান্তি চৌধুরী, ঈদগাঁও থানার মো. মছিউর রহমান, পেকুয়া থানা মো. সিরাজুল মোস্তফা।
এছাড়াও ডিএসবিতে নতুন ডি আই ওয়ান হিসাবে
দায়িত্ব পেয়েছেন মো. মিজানুর রহমান।
কক্সবাজার জেলার উখিয়া থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মো.আরিফ হোসাইন ইতিপূর্বে সিএমপি, সিলেট জেলাসহ একাধিক ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তার বাড়ি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলায়। তিনি এই প্রথম কোন থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পেলেন।
খখ/মো মি