খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশ অভিযান চালিয়ে বহদ্দারহাট এলাকা থেকে ২৩ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি এবং নগদ ১১ হাজার ৮৯৫ টাকা উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) কাজী মো. তারেক আজিজ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল (বুধবার) রাত পৌনে ১২টার দিকে বহদ্দারহাট বাস টার্মিনালের ভেতরের পেট্রোল পাম্পের স্টাফ কোয়ার্টারের দ্বিতীয় তলার ১ম কক্ষে অভিযান চালানো হয়। সেখানে জুয়া খেলা অবস্থায় ২৩ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা জুয়া খেলার সরঞ্জামাদি এবং নগদ ১১ হাজার ৮৯৫ টাকা উদ্ধার করা হয়।
এবিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন জানান, “টিম চান্দগাঁও’র অভিযানে গ্রেপ্তার ২৩ জুয়াড়ির বিরুদ্ধে চান্দগাঁও থানায় নন-এফআইআর প্রসিকিউশন দাখিল করে আদালতে সোপর্দ করা হয়েছে।
খখ/মো মি