বন্দর থানার অভিযানঃ মুসলিম হত্যার মূল ঘাতক মিজান গ্রেফতার

খাসখবর চট্টগ্রাম ডেস্ক; সিএমপির বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে মুসলিম হত্যা মামলার মূল ঘাতক মোঃ মিজানুর রহমান মিজান (৩৮)কে গ্রেফতার করেছে।

thai foods

গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টার সময় পটিয়া থানাধীন পূর্ব মনসা মনসার টেক জবল মাস্টারের বাড়ির সামনে হতে তাকে আটক করা হয়।

গ্রেফতার আসামী মোঃ মিজানুর রহমান মিজান (৩৮) নগরীর বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর, নিশ্চিন্তাপাড়ার আইয়ুব আলী মিস্ত্রির পুরাতন বাড়ির মৃত কাজী গোফরান উদ্দিনের ছেলে।

এবিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন জানান, তথ্য প্রযুক্তির সহায়তা ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ‘টিম বন্দর’ ওই সময়ে পটিয়া থানাধীন পূর্ব মনসা মনসার টেক জবল মাস্টারের বাড়ির সামনে হতে মুসলিম হত্যা মামলার মূল ঘাতক মোঃ মিজানুর রহমান মিজান (৩৮)কে গ্রেফতার করেছে।

উল্লেখ্য,গত ১৫ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে
বন্দর থানাধীন দক্ষিণ মধ্যম হালিশহর নিশ্চিন্তাপাড়া, আমির খাঁন মিস্ত্রির বাড়ীর সামনে তুচ্ছ ঘটনার জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে ইলেকট্রিক মিস্ত্রি মুসলিম (৪৭)কে পিঠের পিছনের বাম পাশের নিচের অংশে সজোরে ধারালো ছুরি দিয়ে আঘাত করে ১নং আসামী মোঃ মিজানুর রহমান মিজান (৩৮)। ধারালো ছুরির আঘাতে রক্তাক্ত জখম হবে ভিকটিম মোঃ মুসলিম (৪৭) চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এঘটনায় বন্দর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়।

খখ/ মো মি

আগেচান্দগাঁও থানার অভিযান: নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জামসগহ ২৩ জুয়াড়ি আটক
পরেবাঁশখালীতে পূজা উদযাপন পরিষদের সঙ্গে উপজেলা ও পৌরসভা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত