ফেনী সদর থানার নতুন ওসি মর্ম সিংহ ত্রিপুরা

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: ফেনী জেলার ফেনী সদর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে জেলায় সদ্য যোগদানকৃত ইন্সপেক্টর মর্ম সিংহ ত্রিপুরাকে।

thai foods

গত ২৬ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ফেনী সদর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে ইন্সপেক্টর মর্ম সিংহ ত্রিপুরা দায়িত্বভার গ্রহণ করেন।

এর আগে একই দিনে (২৬ সেপ্টেম্বর) ফেনী জেলা পুলিশ সুপার মো হাবিবুর রহমান এক আদেশে ইন্সপেক্টর মর্ম সিংহ ত্রিপুরাকে ফেনী সদর থানায় ও ইন্সপেক্টর মো নজরুল ইসলামকে ছাগলনাইয়া  থানায় নতুন ওসি হিসাবে পদায়ন করেন।

গত ১৮ সেপ্টেম্বর (বুধবার) পুলিশ সুপার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত পৃথক এক আদেশে জেলার পরশুরাম, ফুলগাজী, সোনাগাজী ও দাগনভুঞা থানার ওসিদের সরিয়ে দিয়ে নতুন অফিসার ইনচার্জ (ওসি) পদায়ন করেন।

দায়িত্বপ্রাপ্তদের মধ্যে পরশুরাম মডেল থানায় মোহাম্মদ নুরুল হাকিম, ফুলগাজী থানায় মোহাম্মদ ওয়াহিদ পারভেজ, সোনাগাজী মডেল থানায় মো. কামরুজ্জামান এবং দাগনভূঞা থানায় মোহাম্মদ লুৎফুর রহমানকে নতুন অফিসার ইনচার্জরা (ওসি) হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। একইসঙ্গে এসব থানায় দায়িত্ব পালন করা ওসিদের পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

ফেনী সদর থানার নতুন ওসি মর্ম সিংহ ত্রিপুরা এক দক্ষ ক্রীড়াবিদ হিসাবে সর্বত্র সুপরিচিত। পার্বত্য চট্টগ্রাম জেলা খাগড়াছড়ি সদরের কৃতি সন্তান মর্ম সিংহ ত্রিপুরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী আব্দুর জব্বারের বলি খেলায় (কুস্তি প্রতিযোগিতা) অংশ নিয়ে ২০০৯ সালে যুগ্মভাবে চ্যাম্পিয়ন হন।

ফেনী সদর থানার নতুন ওসি মর্ম সিংহ ত্রিপুরা  ইতিপূর্বে চট্টগ্রাম রেঞ্জসহ একাধিক ইউনিটে একজন দক্ষ পুলিশ কর্মকর্তা হিসাবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি এই প্রথম কোন থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পেলেন।

নতুন ওসি মর্ম সিংহ ত্রিপুরা ফেনী সদরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

খখ/মো মি

আগেবাঁশখালীতে পূজা উদযাপন পরিষদের সঙ্গে উপজেলা ও পৌরসভা বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরেনোয়াখালীর চাটখিল থানার নতুন ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী