খাসখবর চট্টগ্রাম ডেস্ক: শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাঁশখালী উপজেলায় শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে বাঁশখালী পূজা উদযাপন পরিষদ এবং সমাজের বিভিন্ন শ্রেনীর প্রতিনিধিদের নিয়ে উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত পূজা উদযাপন পরিষদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭ টায় বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঁশখালী পৌরসভা বিএনপির সভাপতি রাসেল ইকবাল মিয়া।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার সঞ্জয় চক্রবর্তী মানিকের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক শাখাওয়াত জামান দুলাল।
এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী মরহুম জাফরুল ইসলাম চৌধুরী সুযোগ্য পুত্র দক্ষিণ জেলা বিএনপি নেতা মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আমিনুর রহমান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাষ্টার লোকমান, বাশঁখালী পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট নাছির উদ্দীন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল কাদের।
এতে বক্তব্য রাখেন, সাবেক চেয়ারম্যান মো. মহসিন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রণব কুমার দাশ, সাধারণ সম্পাদক ঝন্টু কুমার দাশ, সহ-সভাপতি স্বপন দাশ, অধ্যাপক বাবলা কান্তি দে, রাজীব গুহ, নির্মল রুদ্র, সাবেক ক্রীড়া সম্পাদক এডভোকেট শওকত ওসমান, সাবেক মেম্বার আবু মুছা, বাঁশখালী পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মাওলানা আনিস, শীলকূপ ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস, আকতার ফারুক, জাহেদ চৌধুরী, সাবেক মেম্বার আবদুর রশিদ, উপজেলা যুবদলের সদস্য সচিব রাসেল চৌধুরী, পৌরসভা যুবদলের সদস্য সচিব শহীদুল কাইচার বাদশা, দ. জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আব্দুস ছবুর, ফরহাদুল ইসলাম, পৌরসভা বিএনপি নেতা শাহেদ আকবর, যুবদল নেতা মামুনুর রশীদ, রিদুয়ানুল আজিজ, আবু বক্কর, পৌরসভা স্বেচছাসেবকদলের সভাপতি মোশাররফ হোসেন, মাইনুল আজিম, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মো. তৈয়ব, শ্রমিকদল নেতা নুরু, সাবেক কাউন্সিলর জাকের সহ পূজা উদযাপন কমিটি, সনাতনী নেতৃবৃন্দ, বিএনপি, যুবদল, ছাত্রদল প্রমুখ নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দরা বলেন, বাঁশখালী উপজেলা একটি সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্বল দৃষ্টান্তের অন্যতম জনপদ। আমার হিন্দু ভাইদের উপর কেউ আঘাত হানলে আমরা তার দাঁতভাঙ্গা জবাব দিব। আমাদের দীর্ঘদিনের সম্প্রীতি বরাবরের মতো অটুট থাকবে। এই বার বাঁশখালীতে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে নির্ভিঘ্নে পূজা উদযাপন হবে।
বৈষম্যহীন অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে ভয়, ভীতি হীন আনন্দময় শারদীয় দুর্গোৎসব আয়োজনে সনাতনী ভাই – বোনদের পাশে থাকবে বাঁশখালী উপজেলা বিএনপি।
মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে দক্ষিণ জেলা বিএনপি নেতা মিসকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা বলেন, আপনারা নির্বিঘ্নে শারদীয় দূর্গাপূজাসহ সকল ধর্মীয় উৎসব পালন করুন। বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে এবং থাকবে।
খখ/মো মি