অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে কর্ণফুলীতে সংঘর্ষ : আহত ৫

অনলাইন,জুয়া,কর্ণফুলী,সংঘর্ষ,আহত

খাসখবর গ্রামগঞ্জ : ডিজিটাল পদ্ধতির অপব্যবহার করে অ্যানড্রয়েড ফোনের মাধ্যমে বিভিন্ন অ্যাপ খুলে চালানো হচ্ছে অনলাইন জুয়া।

thai foods

দিন-রাত ২৪ ঘণ্টা অ্যপভিত্তিক জুয়ার আসরগুলো খেলা থাকায় দেশের স্কুল-কলেজের ছাত্র, বেকার যুবক ও তরুণ শিক্ষার্থীরা এ খেলার নেশায় পড়ে যাচ্ছেন।

এতটাই আসক্ত হয়ে পড়েছে যে বাঁধা দিলেই বাঁধছে সংঘর্ষে। ঘটছে হতাহতের ঘটনা। এবার তেমনি একটি ঘটনা ঘটেছে চট্টগ্রামের কর্ণফুলি উপেজেলায়।

গতকাল রবিবার রাতে উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের মাইজ্যা ফকির গ্রামে অনলাইন জুয়া খেলা বন্ধ করাকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী পুরুষসহ অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা আবুদল হামিদ (৫০), ফাতেমা বেগম পাতলি (৩৬), মো. হারুন (৩৫), বাহাদুর (৩৫) ও পেয়ার আহমদ (৩৪)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরে এলাকার কতিপয় ব্যাক্তি অনলাইনে জুয়া খেলায় আসক্ত হয়ে পড়েছে। দিন দিন তা আরো ভয়ানক হয়ে উঠছে। এমনকি পবিত্র রমজান মাসেও তা থেমে নেই।

অতিষ্ঠ হয়ে গতকাল রবিবার এসব জুয়ার আসর বন্ধ করার জন্য একটি পক্ষ চাপ সৃষ্টি করলে প্রথমে হাতাহাতি এবং এক পর্যায়ে বাঁধে সংঘর্ষ। এতে ৫ জন আহত হয়েছে।

পরে পুলিশকে খবর দিলে কর্ণফুলি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন এবং আহতাবস্থায় তিনজনকে তাদের হেফাজতে নিয়ে গুরুতর আহত অপর দুজনকে হাসপাতালে প্রেরণ করে।

কর্ণফুলি উপজেলার চরলক্ষ্যা গ্রাম থেকে গুরুতর আহত দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে তাদেরকে হাসপাতালের সার্জারী বিভাগে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে জানালেন চমেক পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন।

এদিকে অনলাইন জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় তারা আহত হয়েছেন বলে তথ্য নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ। এব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

খখ/প্রিন্স

আগেবিলুপ্তির কয়েকঘন্টার মধ্যে ঘোষণা এল হেফাজতের আহবায়ক কমিটি (ভিডিও)
পরেঈদের কেনা কাটায় সতর্ক না হলে পরিবারের জন্য মৃত্যু কিনতে হবে!