৫ আগস্ট আন্দোলনে ‘মারা যাওয়া’ স্বামী থানায় হাজির, স্ত্রীর মামলায় আসামি শেখ হাসিনাসহ ১৩০ জন

খাসখবর বিভাগীয় ডেস্ক: জীবিত স্বামীকে মৃত দেখিয়ে শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালসহ আওয়ামী লীগের ১৩০ নেতাকর্মীর নামে মামলা দায়ের করেছেন তার স্ত্রী।

thai foods

এদিকে মামলার কয়েকদিন পর গত পাঁচ আগস্ট আন্দোলনে মারা যাওয়া সেই ব্যক্তি জীবিত আছেন বলে সিলেটের সুরমা থানায় গিয়ে হাজির হন। খবরটি ছড়িয়ে পড়লে আশুলিয়া থানা পুলিশ তাকে সেখান থেকে নিয়ে আসে।

এছাড়াও বুধবার আলামিনকে আদালতে উঠানো হবে বলেও জানিয়েছেন পুলিশ। এরআগে, গত ৮ নভেম্বর আশুলিয়া থানায় এজাহার হিসেবে মামলাটি অন্তর্ভুক্ত করা হয়।

মামলা সূত্র জানায়, মানিকগঞ্জের ঘিওর এলাকার বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে কুলসুম বেগম (২১)। তার স্বামী আলামিন রংপুর এলাকার সুমন মিয়ার ছেলে। কাজের সুবাদে সিলেটে থাকেন তিনি।

গত ৫ আগস্ট আন্দোলনে বাইপাইল এলাকায় নিহতদের মধ্যে একজনের পরিচয় শনাক্ত হয়নি। পরে নরসিংহপুর এলাকার নারী ও শিশু হাসপাতালে মৃতদেহ গোসল করানোর পর স্থানীয় একটি কবরস্থানে তাকে দাফন করা হয়। এদিকে কুলসুম বেগম সেই ভিডিওফুটেজ দেখে তাকে নিজের স্বামী বলে শনাক্ত করে এ ঘটনায় আদালতে মামলার আবেদন করেন। পরে গত ৮ নভেম্বর মামলাটি আশুলিয়া থানায় এজাহার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। মামলায় বাদী তার নিজ এলাকা মানিকগঞ্জের আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করেছেন।

আলামিন বলেন, ছাত্র আন্দোলনের সময় তার স্ত্রী সিলেটে তার সঙ্গেই থাকতেন। পরে পারিবারিক ঝামেলা হওয়ার কারণে সে বাপের বাড়ি চলে যায়। তিনি আন্দোলনেই অংশগ্রহণ করেনি, সেখানে মারা গেলেন কীভাবে। এছাড়াও দুই দিন আগে জানতে পারেন তাকে মৃত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। পরে তিনি গতকাল রাতে তার কর্মস্থলের পাশে সিলেটের থানায় গিয়ে বিষয়টি জানান। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ সেখান থেকে তাকে ঢাকায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া থানার ওসি আবু বক্কর বলেন, আলামিনকে সিলেটের সুরমা থানা থেকে নিয়ে আসা হয়েছে। আগামীকাল তাকে আদালতে নেওয়া হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। এছাড়াও মামলার বাদীকে পুলিশ হেফাজতে নেওয়ার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

খখ/মো মি

আগে“জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য পর্যাপ্ত সহায়তা প্রয়োজন”-ড. ইউনূস
পরেসিএমপির কর্ণফুলী থানার ওসি মনির হোসেনসহ ১২ ইন্সপেক্টরের বদলি