আড়াই মাসের মাথায় হাটহাজারী থানার ওসি প্রত্যাহার, নতুন ওসি কাওসার হোসেন

একই আদেশে রাউজান থানার ওসি মীর মাহবুবুর রহমানও প্রত্যাহার

খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: মাত্র আড়াই মাসের মাথায় চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ওসি মো. হাবিবুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে। একই আদেশে রাউজান থানার ওসি মীর মাহবুবুর রহমানকেও প্রত্যাহার করা হলো।

thai foods

হাটহাজারী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ থেকে আসা ইন্সপেক্টর মো.কাওসার হোসেনকে।

২০ নভেম্বর (বৃহস্পতিবার) হাটহাজারী থানার
নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মো. কাওসার হোসেন দায়িত্বভার গ্রহণ করেন।

গতকাল বৃহস্পতিবার (২০ নভেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান এক আদেশে হাটহাজারী থানার ওসি মো. হাবিবুর রহমান ও রাউজান থানার ওসি মীর মাহবুবুর রহমানকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করেন।

গত ০৫ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খান এক আদেশে হাটহাজারী থানায় ওসি হিসাবে ইন্সপেক্টর মো. হাবিবুর রহমানকে পদায়ন করেছিলেন।

জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ হোসেন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

গত ২ সেপ্টেম্বর (সোমবার) চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ সুপার রায়হান উদ্দিন খান স্বাক্ষরিত অফিস আদেশে জেলা পুলিশের ১৭ থানার মধ্যে হাটহাজারী থানাসহ ১২ থানার অফিসার ইনচার্জকে (ওসি) একযোগে প্রত্যাহার করে নেওয়া হয়।

এর আগে গত ১ সেপ্টেম্বর (রবিবার) চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দেন রায়হান উদ্দিন খান। যোগদানের একদিনের মাথায় ১২ থানার ওসিকে প্রত্যাহারের আদেশ জারি করেন তিনি।

হাটহাজারী থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি)
মো.কাওসার হোসেনের বাড়ি মাদারীপুর জেলায়। তিনি এই প্রথম কোন থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পেলেন।

খখ/মো মি

আগে১৮ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
পরেকক্সবাজার সদর থানার নতুন ওসি মো. ইলিয়াছ খান পিপিএম