খাসখবর প্রতিবেদক, বৃহত্তর চট্টগ্রাম ডেস্ক: কক্সবাজার সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়েছে পিবিআই চট্টগ্রামের ইন্সপেক্টর মোহাম্মদ ইলিয়াছ খান পিপিএমকে।
গত ২১ নভেম্বর কক্সবাজার সদর মডেল থানার নতু অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে মোহাম্মদ ইলিয়াছ খান পিপিএম থানার দায়িত্বভার গ্রহণ করেন।
ওইদিন কক্সবাজারের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ স্বাক্ষরিত এক আদেশে পিবিআই চট্টগ্রামের ইন্সপেক্টর মোহাম্মদ ইলিয়াছ খান পিপিএমকে কক্সবাজার সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে পদায়ন করা হয়।
গত ১৭ নভেম্বর এক মাস ২৮ দিনের মাথায় কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করা হয়।
গত ১৭ নভেম্বর তাকে প্রত্যাহারের আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবিব পলাশ।
প্রজ্ঞাপনে বলা হয়, কক্সবাজার সদর মডেল থানা ওসি ফয়জুল আজিমকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চট্টগ্রাম ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হলো।
কক্সবাজার সদর মডেল থানার বিদায়ী ওসি ফয়জুল আজিম গণ-অভ্যুত্থানের পর গত ১৯ সেপ্টেম্বর কক্সবাজার সদর মডেল থানায় যোগদান করেন। এর পর থেকে ঘুষ গ্রহণ ও মামলা বাণিজ্যসহ নানা অভিযোগ উঠে তার বিরুদ্ধে। সম্প্রতি নানাকাণ্ডে কক্সবাজারে সমালোচিত ছিলেন তিনি।
কক্সবাজার সদর মডেল থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান পিপিএম দীর্ঘ দিন যাবৎ সিএমপি, পিবিআইসহ বিভিন্ন ইউনিটে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি চাঁদপুর জেলায়। তিনি এই প্রথম কোন থানায় অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পেলেন।
খখ/মো মি