মাজারের পুকুরে মিলল মাথার খুলি ও পা

বায়েজিদ,বোস্তামি,মাজারের, পুকুরে,মাথার খুলি,পা

খাসখবর চট্টগ্রাম : চট্টগ্রামের বায়েজিদ বোস্তামির মাজার থেকে একটি মাধার খুলি ও দুটি পায়ের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। কঙ্কালটি ওই এলাকার ৯ বছর বয়সী শিশু নুর আলমের বলে জানা গেছে।

thai foods

স্থানীয়রা মাজারের পুকুরে মাথার খুলি ভাসতে দেখে খবর দেন বায়েজিদ থানায়। আজ মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকালে পুলিশ মাজারের পুকুর থেকে প্রথমে মাথার খুলি এবং পরে সন্ধ্যার দিকে আরো দুটি পা উদ্ধার করে।

মাথার খুলি ও পা দুটি শিশু নুর আলমের বলে পরিচয় শনাক্ত করেছেন তার মা হেনা বেগম। শিশু নুর আলম হবিগঞ্জ জেলার সদর থানা এলাকার নুর নবীর ছেলে। সে মাজার সংলগ্ন এলাকার একটি ভাড়া বাসায় মা-বাবার সাথেই থাকত বলে জানা গেছে।

এর আগে গতকাল সোমবার বিকেল থেকে শিশু নুর আলমকে কোথাও খুঁজে না পেয়ে তার মা বায়েজিদ বোস্তামী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন সোমবার রাতেই।

আজ মঙ্গলবার স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মাজারের পুকুর থেকে শরীরে মাংসপেশী ঝড়ানো মাথার খুলি ও পা দুটি উদ্ধার করে পুলিশ। কাছিম খেয়ে ফেলেছে সব মাংসপেশী।

গতকাল সোমবার দুপুরে নূর আলম মাছ ও কচ্ছপকে খাবার দিতে গিয়ে পুকুরে পড়ে গিয়েছিল বলে জানান নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) আবু বক্কর সিদ্দিক।

মাজারের সিসি ক্যামেরা দেখে পুলিশও বিষয়টি নিশ্চিত হয়েছে জানিয়ে তিনি গণমাধ্যমকে বলেন, ঘটনাটি অধিকতর তদন্ত করে দেখা হবে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর হয়েছে বলে তিনি জানান।

খখ/প্রিন্স

আগেতরুণীর লাশ উদ্ধার, বসুন্ধরার এমডির বিরুদ্ধে মামলা, দেশত্যাগে নিষেধাজ্ঞা
পরে২৪ ঘন্টার ব্যবধানে চট্টগ্রামে মৃত্যু বাড়ল ৪ গুন : কমেছে শনাক্ত