২৪ ঘন্টার ব্যবধানে চট্টগ্রামে মৃত্যু বাড়ল ৪ গুন : কমেছে শনাক্ত

করোনা,আক্রান্ত,শনাক্ত,মৃত্যু,বাড়ল,দেশে

খাসখবর চট্টগ্রাম : চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে নিয়মিত করোনার বুলেটিনে গত সোমবার করোনায় মৃত্যুহীন দিন পার করেছে চট্টগ্রাম। আর পরের দিন মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে মৃত্যু বাড়ল ৪ গুন।

thai foods

করোনা ভাইরাসের বিষে আক্রান্ত হয়ে নতুন করে মারা গেছে ৪ জন। তবে এর আগের দিনের তুলনায় কিছুটা কমেছে ভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা। আগের দিন চট্টগ্রামে ২৪৫ জনের দেহে করোনার অস্তিত্ব মিললেও গত ২৪ ঘন্টায় শনাক্ত কমে ২০৫ জন।

আজ বুধবার (২৮ এপ্রিল) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় সূত্রে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয় গত ২৪ ঘণ্টায় কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবসহ চট্টগ্রামের নয়টি ল্যাবে ১ হাজার ৬৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২০৫ জনের দেহে। এদের মধ্যে ১৬৪ জন নগরীর ও ৪১ জন বিভিন্ন উপজেলার। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ হাজার ৫৪৫ জনে।

এদিন নতুন করে আরো চার মৃত্যুতে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্য থেকে মোট মৃতের সংখ্যা দাড়ায় ৫শ ৮ জন।

বিগত ২৪ ঘন্টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৩১ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪২ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ৯ জন এবং চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৯ জনের শরীরে করোনা জীবাণু পাওয়া গেছে।

এদিন কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ৪ জনের নমুনা পরীক্ষা করে কারো শরীরে করোনার জীবাণু পাওয়া যায়নি।

অন্যদিকে ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ২১ জন, শেভরণ ক্লিনিকের ল্যাবে ১৮ জন, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ৮ জন, জেনারেল হাসপাতালের রিজিওনাল টিবি রেফারেল ল্যাবরেটরিতে (আরটিআরএল) ২৩ জন এবং মেডিকেল সেন্টার হাসপাতালে ৩ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।

খখ/প্রিন্স

আগেমাজারের পুকুরে মিলল মাথার খুলি ও পা
পরেমারা গেলেন প্রথম চন্দ্রোভিযানকারী মাইকেল কলিন্স