ডবলমুরিং থানা পুলিশের অভিযান: হত্যা মামলার মূল আসামী বরিশাল থেকে গ্রেফতার

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের জাহাঙ্গীর আলম হত্যা মামলার মূল পলাতক আসামী মোঃ আবু তৈয়বকে বরিশাল থেকে গ্রেফতার করেছে ডবলমুরিং মডেল থানার পুলিশ।

thai foods

গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ডবলমুরিং মডেল থানার সাব-ইন্সপেক্টর আহলাদ ইবনে জামিল-পিপিএম’র নেতৃত্বে একদল পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যা মামলার পলাতক আসামী মোঃ আবু তৈয়ব (৩৫) কে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানা এলাকা গ্রেফতার করা হয়।

এবিষয়টি নিশ্চিত করেছেন ডবলমুরিং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী রফিক আহম্মেদ।

ওসি কাজী রফিক আহম্মেদ জানান, জাহাঙ্গীর আলম হত্যা মামলার মোঃ আবু তৈয়ব (৩৫) গ্রেফতার এড়ানোর লক্ষ্যে দীর্ঘ ৫ মাস কৌশলে বরিশালসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল।

অভিযানে নেতৃত্ব দেয়া ডবলমুরিং মডেল থানার সাব-ইন্সপেক্টর আহলাদ ইবনে জামিল-পিপিএম
বলেন, ভিকটিম জাহাঙ্গীর আলম (৩৩) ছিলেন একজন ট্রাক গাড়ির মালিক। আর আসামি হলেন গাড়ির ড্রাইভার। ঘটনার দিন অর্থাৎ ২০২৪ সালের ১ আগস্ট বিকাল আনুমানিক সাড়ে ৫ টার সময় গাড়ির ভাড়ার বিষয় নিয়ে ভিকটিমের সাথে আসামীর কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আসামী ক্ষিপ্ত হয়ে রাস্তার পাশে থাকা একটি ইট হাতে নিয়ে ভিকটিম জাহাঙ্গীর আলমকে হত্যা করার কুমানসে মাথার পিছনে স্বজোরে আঘাত করে। এতে জাহাঙ্গীরের মাথায় গুরুতর হাড়ভাঙ্গা জখম হয়ে মাথার খুলি ফেটে প্রচুর রক্তক্ষরণ হলে সে মাটিতে ঢলে পড়ে। এসময় ভিকটিমের চিৎকারে আশেপাশের লোকজন চার দিক হতে এগিয়ে জখমি ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় তড়িগড়ি করে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত ডাক্তার তার অবস্থা আশংকাজনক দেখে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আই সি ইউতে (১১নং সিটে) ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় গতবছরের ৪ আগস্ট কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে ডবলমুরিং মডেল থানায় মোঃ আবু তৈয়ব (৩৫) কে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়।

তিনি আরও জানান, গ্রেফতার আসামি মোঃ আবু তৈয়ব (৩৫) কে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

খখ/মো মি

আগেকর্ণফুলীতে একরাতে ৩ দোকানে দুর্ধর্ষ চুরি, টিনের চাল কেটে ২ লাখ টাকার মালামাল লুট
পরে“চাচা হত্যার বদলা নিতেই কাউন্সিলর টিপুকে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়”