কর্ণফুলীতে একরাতে ৩ দোকানে দুর্ধর্ষ চুরি, টিনের চাল কেটে ২ লাখ টাকার মালামাল লুট

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় টিনের চাল কেটে একরাতে তিনটি দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকানগুলো থেকে প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করেছে।

thai foods

বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মইজ্জ্যারটেক এলাকায় এ ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

চুরি হওয়া দোকানগুলো হলো—মেসার্স তানজিন সেনেটার, মেসার্স আল মদিনা হার্ডওয়ার্ড এবং মেসার্স ভাই ভাই টেলিফোন সেন্টার।

ক্ষতিগ্রস্ত দোকানদাররা জানান, প্রতিদিনের মতো বুধবার রাতেও তারা দোকান বন্ধ করে বাড়ি যান। গভীর রাতে চোরের দল টিনের চাল কেটে দোকানগুলোতে প্রবেশ করে। নগদ টাকাসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। খবর পেয়ে শিকলবাহা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এবিষয়ে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ গণমাধ্যমকে বলেন, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনার পর থেকে ব্যবসায়ীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে এবং তারা দ্রুত অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

খখ/মো মি

আগেএইচএমপিভি আক্রান্ত রোগীর মৃত্যু, কারণ জানাল স্বাস্থ্য মন্ত্রণালয়
পরেডবলমুরিং থানা পুলিশের অভিযান: হত্যা মামলার মূল আসামী বরিশাল থেকে গ্রেফতার