খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ায় মো. জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ী দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও দু’জন।
শুক্রবার (২৪ জানুয়ারি) জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাওয়ার পথে তাকে হত্যা করা হয়।
নিহত জাহাঙ্গীর উপজেলার নোয়াপাড়া নিরামিশপাড়ার আবু ছৈয়দ মেম্বারের ছেলে এবং নোয়াপাড়া মাকসুদ কমিইউনিটি সেন্টারের মালিক। এছাড়াও চট্টগ্রাম মহানগরীর আছাদগঞ্জে তার শুটকির ব্যবসা রয়েছে।
এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম শফিকুল আলম চৌধুরী।
জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে শুক্রবার জুমার নামাজ পড়তে মোটর সাইকেলযোগে গ্রামের বাড়িতে যান জাহাঙ্গীর। তিনি স্থানীয় আসদ আলী মাতবর বাড়ির জামে মসজিদের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তার ওপর অতর্কিতে হামলা চালায়। প্রথমে লাঠি দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়া হয় এবং এর পরে গুলি করে। এ সময় জাহাঙ্গীরকে রক্ষা করতে মুসল্লিরা এগিয়ে এলে কয়েকজন হামলার মুখে পড়েন।
দ্রুত তাকে উদ্ধার করে নগরের এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা জাহাঙ্গীর মৃত ঘোষণা করেন।
খখ/মো মি