চান্দগাঁও থানা পুলিশের অভিযান: বহদ্দারহাট বাস টার্মিনালে সরঞ্জামসহ তিন জুয়াড়ি গ্রেপ্তার

খাসখবর চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট বাস টার্মিনাল এলাকায় জুয়া খেলার আসর থেকে তিন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ।

thai foods

এসময় তাদের কাছে থেকে তিন বান্ডেল তাস, নগদ ৫০০ টাকা ও একটি রেজিস্টার খাতা উদ্ধার করা হয়।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে টার্মিনালের সাতকানিয়া হোটেলের পিছনে ফরিদ মিয়ার ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-কাপ্তাই রাস্তার মাথা এলাকার মনু কোম্পানির বাড়ির ভাড়াটিয়া মৃত অছি মিয়ার ছেলে মো. গিয়াস উদ্দিন (৩৪), মোহরা কাজীর হাট এলাকায় ভাড়াটিয়া মৃত আবুল কালাম আজাদের ছেলে মো. জসিম উদ্দিন (৩২) এবং হাটহাজারীর ফতেয়াবাদ গ্রামের আমান উল্লাহ মিয়াজির বাড়ির মৃত আহাম্মদ কবিরের ছেলে মো. নাজিম (৩৮)।

এবিষয়ে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন জানান, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে বাস টার্মিনালের সাতকানিয়া হোটেলের পিছনের একটি ঘর থেকে জুয়ার সরঞ্জামসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

খখ/মো মি

আগেরাউজানে নামাজে যাওয়ার সময় ব্যবসায়ী জাহাঙ্গীরকে গুলি করে হত্যা
পরে“গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন”- নাসিরুদ্দিন পাটোয়ারী