খাসখবর প্রতিবেদক, চট্টগ্রাম ডেস্ক: চট্টগ্রাম রিপোটার্স ফোরাম (সিআরএফ) আয়োজিত সাংবাদিক ফুটবল টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় টিম ‘কর্ণফুলী’কে ১-০ গোলে হারিয়ে টিম ‘সাম্পান’ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে।
খেলায় একমাত্র গোলটি করেন দৈনিক কর্ণফুলী পত্রিকার স্টাফ রিপোর্টার রফিক হায়দার।
আজ রবিবার (৯ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগরীর এমএ আজিজ স্টেডিয়ামে দিনব্যাপী সাংবাদিক ফুটবল টুর্নামেন্টটি গণমাধ্যম কর্মীদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।
সিআরএফ আয়োজিত দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ের প্রথম খেলায় টিম ‘কর্ণফুলী’ ও টিম ‘হালদা’র মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়।
ম্যাচে নির্ধারিত ২০ মিনিট সময়ের প্রথমার্ধে দৈনিক সকালের সময়ের ব্যুরো প্রধান এস এম পিন্টুর টিম ‘হালদা’র হয়ে টুর্নামেন্টের প্রথম গোলটি করেন গ্লোবাল টেলিভেশিনের ব্যুরো প্রধান গোলাম মাওলা মুরাদ।
তবে দ্বিতীয়ার্ধের খেলার প্রায় শেষ মুহুর্তে টিম ‘কর্ণফুলী’র অধিনায়ক এটিএন নিউজের সিনিয়র রিপোর্টার মনিরুল ইসলাম পারভেজের করা গোলে সমতায় ফেরে।
এরপর উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে। দুদলের তিনজন করে নির্বাচিত খেলোয়াড়দের পেনাল্টি শর্টে গোলশূণ্য হলে শেষে ওয়ান সুট আউটে ট্রাইব্রেকারের আয়োজন করে ম্যাচ নির্ধারক রেফারি।
এতে টিম ‘হালদা’র পেনাল্টি শর্টটি মিস হলেও টিম ‘কর্ণফুলী’র অধিনায়কের শর্টটি প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্ত করে জালে প্রবেশ করে। টিম ‘হালদা’কে পেনাল্টি শর্টে পরাজিত করে ফাইনালে উঠে যায় টিম ‘কর্ণফুলী’।
পরের ম্যাচে ‘খাসখবর নিউজ’ সম্পাদক মোহন মিন্টুর টিম ‘সাঙ্গু’কে ২-০ গোলে পরাজিত করে ফাইনালে উঠেন সিআরএফ সম্পাদক আলিউর রহমানের টিম ‘সাম্পান’। খেলার টিম ‘সাম্পান’র হয়ে দৈনিক পূর্বদেশের সুবল বড়ুয়া ও রফিক হায়দার একটি করে গোল করেন।
ফাইনাল খেলায় টিম ‘সাম্পান’র রফিক হায়দারের দেয়া ১-০ গোলে টিম ‘কর্নফুলী’কে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হন।
চ্যাম্পিয়ন দলের গোল রক্ষক ফারুখ মনির প্রতিযোগিতায় অনবদ্য নৈপুণ্য প্রদর্শনের জন্য সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ও সাংবাদিকদের অংশগ্রহনে ফুটবল ম্যাচ উপভোগ করেন চট্টগ্রাম প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব ও আমার দেশ’র আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।
তিনি বলেন, এই পরিবর্তিত পরিস্থিতিতে চট্টগ্রাম রিপোর্টার্স ফোরামের আয়োজন সাংবাদিকদের তাদের দৈনন্দিন পেশাগত চাপের একঘোয়েমিতা কাটিয়ে উজ্জীবিত করতে সহায়তা করবে। তিনি সিআরএফের সার্বিক অগ্রগতিতে সব ধরনের সহায়তা করার প্রতিশ্রুতি দেন।
এতে বক্তব্য রাখেন সিআরএফ’র
সিনিয়র সহ-সভাপতি সি প্লাস টিভির সম্পাদক আলমগীর অপু, সিআরএফ এর সাধারণ সম্পাদক আলিউর রহমান, ফুটবল টুর্নামেন্ট কমিটির সভাপতি সাইফুল্লাহ চৌধুরী, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম পারভেজ।
দিনব্যাপী সাংবাদিক ফুটবল টুর্নামেন্টটির খেলা পরিচালনা করেন ফিফার প্রাক্তন রেফারি আব্দুল হান্নান মিরন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল এবং রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম রিপোর্টার্স ফোরাম সভাপতি কাজী আবুল মনসুর।
এ সময় চট্টগ্রামে কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ায় অর্ধশতাধিক সংবাদ কর্মী এবং অন্যান্য সাংবাদিক সংগঠনের বিভিন্ন পদবির সদস্যরা উপস্থিত ছিলেন।
পুরো টুর্নামেন্টে মেডিক্যাল টিম হিসেবে সার্বিক সহযোগীতা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের চিকিৎসক হোসনে আরা বেগম।
দিনব্যাপী সাংবাদিক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল এবং রানার্সআপ দলের পাশাপাশি অংশগ্রহণকারী দু দলসহ অর্ধশতাধিক সিআরএফ সদস্যদের ‘কমন গিফট’ প্রদান করা হয়। পরে মধ্যাহ্ন ভোজ পরিবেশনের মাধ্যমে সুন্দর পরিসমাপ্তি ঘটে সিআরএফ’র সাংবাদিক ফুটবল টুর্নামেন্টের।
খখ/মো মি