খাসখবর বিনোদন ডেস্ক : রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়ে আবারও অভিনয়ে ফিরছেন দেবশ্রী রায়। ছোটপর্দায় দেখা যাবে দেবশ্রীকে। দেবশ্রী রায়ের মেগা সিরিয়াল ঘিরে টলিপাড়ায় রয়েছে উন্মাদনা। মে মাসের শেষে শুরু হবে শুটিং।
দেবশ্রী মানেই ‘কলকাতার রসগোল্লা’। তিনি মানেই টলিপাড়ার ডান্সিং কুইন। টলিউডের একদা পয়লা নম্বর নায়িকা দেবশ্রী রায়কে ঘিরে আজও সিনেমাপ্রেমীদের উন্মাদনা চোখে পড়ার মতো।
তবে, গত ১০ বছরে রূপালি পর্দায় সেভাবে দেবশ্রী ম্যাজিক দেখেননি দর্শকরা। বরং, টলিপাড়ার এই চিরসুন্দরী নায়িকাকে দেখা গিয়েছে রাজনীতির মঞ্চে।
২০২১ সালের বিধানসভার নির্বাচনের পূর্বে তৃণমূল ছেড়েছেন সাবেক বিধায়ক দেবশ্রী রায়।
সে সময়ই জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী জানিয়েছিলেন, তিনি অভিনয়ে ফিরতে চান। অবশেষে আবারও অভিনেত্রী দেবশ্রীকে দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা। এবার ছোটপর্দায় দেখা যাবে দেবশ্রীকে।
এই প্রসঙ্গে দেবশ্রী রায় ভারতীয় গনমাধ্যমকে বলেন, ‘অফারটা পেয়েছি। চরিত্র ভালো, গল্প ভালো, তাই রাজি হয়েছি। মে মাস থেকে শুটিং শুরুর কথা ছিল। এখন কাস্টিং ঠিক হচ্ছে। সম্ভবত মে মাসের শেষ থেকে শুটিং শুরু হবে।
মানুষ আমাকে ভালোবাসে, আশীর্বাদ করেন। আবার আমাকে দেখতে পাবেন। আবার মানুষকে আনন্দ দিতে পারব আশা করছি।’
মেগা ধারাবাহিকের গল্প কী? এ বিষয়ে বিশদে না বললেও দেবশ্রীর এককথায় জবাব, ‘একজন সাধারণ মেয়ের অসাধারণ হয়ে ওঠার গল্প।’
অনেকসময়ই দেখা যায়, সিনেমার প্রথম সারির নায়িকারা সিরিয়ালে অভিনয় নিয়ে অনীহা প্রকাশ করেন, এ প্রসঙ্গে দেবশ্রীর সোজাসাপটা উত্তর, ‘যখন ১নং নায়িকা ছিলাম দেনা পাওনা করেছি, মহাভারত করেছি। টিভি হোক বা ফিল্ম, অভিনয়টাই আসল।’
উল্লেখ্য, মাঝে ‘দিদি নং ১’ রিয়েলিটি শোতে সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল দেবশ্রীকে।
জানা গেছে, দেবশ্রীর বিপরীতে ধারাবাহিকে কাকে দেখা যাবে, তাঁর খোঁজ শুরু হয়েছে। ওই ধারাবাহিকে একঝাঁক অভিনেতাকে দেখা যাবে। আগামী মাসের শুরুতেই প্রোমো দেখা যেতে পারে। জুন মাসে সম্ভবত সম্প্রচার শুরু হতে পারে।
খখ/মো মি