খাসখবর রাজনীতি ডেস্ক : করোনা আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার জন্য ১০ সদস্যের মেডিকেল টিম গঠন করেছে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসক দলের সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন গনমাধ্যমকে এ তথ্য দিয়েছেন।
তিনি জানান, খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ‘স্থিতিশীল’আছে। বেশ কয়েকটি পরীক্ষা করা হয়েছে। সংক্রমণ নেই ফুসফুসে, হার্টেও কোন ধরনের সমস্যা নেই।
মেডিকেল টিমের পরামর্শক্রমে তাকে বাসায় আনা হবে দ্বিতীয় দফায় করোনা শনাক্ত হলে চেয়ারপারসন খালেদা জিয়াকে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়।
সেখানে কিছু পরীক্ষা করার পর রাত ১২টার দিকে তাকে ভর্তি করা হয়। সেখানে তার সিটি স্ক্যান (চেস্ট), ইসিজি, ইকোসহ হৃদরোগের পরীক্ষাগুলো করা হয়েছে। তাছাড়া খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার।
শারীরিক অবস্থা বিবেচনায় তাকে আরও ২ থেকে ৩ দিন হাসপাতালে থাকতে হবে। গত ১১ এপ্রিল খালেদা জিয়া করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার বিষয়টি জানায় স্বাস্থ্য অধিদফতর।
পরে ১৫ এপ্রিল এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার সিটি স্ক্যান করা হয়। তখন তার ব্যক্তিগত চিকিৎসকরা জানান, সিটি স্ক্যানের রিপোর্ট ভালো।
খখ/মো মি